পরিশ্রমে আসে সুখ দুর হয় দুখ,
সুস্থ্য শরীর-মন পালায় অসুখ ।
পরিশ্রমে মিলে সব মিলে প্রিয় রব,
মৃত্যুর পরেও তব খুলে যাবে জব ।
এ কথা বোঝার মত আছে বহু জন,
তবুও অলস মন খোঁজে না'তো ধন !
শয়তানও ভয়েই চলে পরিশ্রমী দেখে,
আমরা বুঝিনা শুধু ভূল গুলো শেখে !
উন্নতির চাবি-কাঠি পরিশ্রমই বটে,
এই নিয়মটা'ই শুধু সব খানে খাটে ।
ভাগ্যের দোহায় দিয়ে থাকো যদি পিছু,
মিলে নিও; শেষ কালে পাবে না'কো কিছু ।
এখনও সময় আছে পরিশ্রম কর,
অলসতা ছেড়ে দাও জীবনটাকে গড় ।
( কিশোর কবিতা - ০৪।০৯।২০২১ ইং ) ।