অভিশাপ দিও-না-কো কখনও কাউকে
নিজের অভিশাপেই নিজে পুঁড়ে যাবে।
দিগন্ত জুড়ে সেই ধুঁয়া খুঁজে পাবে
দোষারোপ কর-বে কি তখন অন্যকে ?
অভিশাপ দিওনা কভূ সে পিতামাতাকে
যাদের ইচ্ছাতে তুমি ঐ জান্নাতে খাবে।
পিতার জীর্ণসদন একজান্নাত ভবে
মানতে হবে এই সত্য বুঝাও- হে নিজেকে ।
অভিশাপে কষ্ট মিলে ভবের সংসারে
একথা মানেনা কেউ না পড়িলে দায়ে।
গিয়ে দেখ এক বার সে আঁধার দেশে
কত মানব ঘুমায় শিখার উপরে !
লাভ হবেনা তখন পড়িলেও পায়ে
হাহুতাশ, আহাজারি করবে পরিশেষে !
বঙ্গ সনেট - ০১।০৯।২০২১ ইং ।