ঐ যে তুমি দুর গগনে করছো লুকোচুরি,
চাঁদের কোলে তোমায় দেখি নাই কো তোমার জুড়ি।
নাকে নলক পড়েছ তুমি কানে সোনার দুল,
কাজল কালো আঁখির পাশে ঝুলছে যে দিঘল চুল।
তোমার মনটি চুরি করে হয়েছি আগেই চোর,
তোমার কথা ভাবতে ভাবতে রাত যে হয়েছে ভোর।
তোমায় পাশে না দেখলে হায় মনটা কেমন করে,
তাই তো আমি দেখি তোমায় একটু পরে পরে ।
তোমায় দেখলে হৃদয় জুড়ায় ভরে অধমের বুক,
তারার নীচে বসে থাকি কখন দেখাবে মুখ।
তোমার কাছে কইবো কথা যা রেখেছি জমা,
দৌড় দিওনা মেঘের সাথে ওগো প্রিয়তমা।