হে আমার ঈশ্বর-প্রভূ প্রাণটা নিবু নিবু,
আঘাতে ভূলিনি তবু পারবো'না ভূলতে কভূ ।
আকাশে তারার মেলা রবি ওঠে ভোর বেলা,
গভীর সাগর তলা অদ্ভুত তোমার খেলা।
মায়ের রূপে দিয়েছ মায়া জড়ানো কামিনী_
বানিয়েছ প্রভূ তুমি, অপূর্ব এক ধরণী।
পাঠালে মোরে ভূবনে যে আলোর-ই সন্ধানে_
সুখ পাই চেয়ে তব পানে; অলীক বন্ধনে ।
সুখে-দুখে পাশে থেকো অপরূপ দুনিয়াতে,
স্থান দিও পরকালে তোমার সেই জান্নাতে ।
আরো ধৈর্য দাও প্রভূ, মগ্ন কর ইবাদতে_
আঘাত দিওনা আর নিয়ে নাও হেফাজতে ।
কখন যে চলে যাবো; শেষ সেই ঠিকানাতে_
নূরের দর্শন দাও প্রভূ; বিদায় বেলাতে !