আকাশটা মৃত্তিকা হ'তো যদি,
মৃত্তিকা যদি হ'তো- প্রিয় আকাশ,
হতে চাইতাম-
সে নদীর কলমী পানসী,
মেঘ ফুলগুলো দুলতো পাশে সংগী।
হাত বাড়ালেই ছোয়া তবে যেতো-
কোকড়ানো চুলের বাবরি,
পেলব কাশ ফুলের মতো-
নরম শিমুল তুলোর চুলের উড়ো,
আকাশটা এত কাছে,নক্ষত্রগুলোও নয় পর!
তন্দ্রাহারা রাত্রি,
দুঃখের পরত জমিয়ে-
কালো মাটি।
শিলালিপিতে ধুলো দিয়ে লেখা
অভিমান,অনুক্ত অনুযোগ যতো,
দ্রুত তবে পৌঁছে দেয়া যেতো;
সপ্ত তালায়- অচেনা ডাকঘর।