তোমার সুন্দর মনটিতে যদি ভ্রমণ করা যেতো!
যদি পেতাম নতুন কোনো মনোযান-
কুয়াশা মুড়নো নরম তুষার কুচো,হাওয়া,জলসহ
উড়ে যাওয়া যেতো!
কখনো ভেসে,দোল দিয়ে,কখনো এতো দ্রুত!
মুহূর্তেই ভিজে যেতাম- জোছনা ঝিরিঝিরি বৃষ্টিতে।
তারপর,সূর্যের ভীষণ উত্তপ্ত অগ্নিগোলকের শহর প্রদক্ষিণ শেষে,বৃষ্টির জলসুতো পুড়িয়ে;ঝরঝরে হওয়া যেতো- জাফরান সেমাইয়ের মতো।
বংগপোসাগরের কথাই জানা যাক,কি হতো?!
ওটি আদতে সদ্য ভূঁইফোঁড়- নুতন কোন দ্বীপ,
যার উপরিভাগ স্বচ্ছ জেলোটিনের মতো,
পা দিতেই-ডুবে যেতো;নরম ডাবের পুডিংয়ে।
তুমি আর আমি মিলে,অনামিকা সেই দ্বীপের
নাম দিতাম- স্বচ্ছ সাগর।