তুমি নেই যেথায়, সে-ও নেই সেথায়
উপস্থিতি যেমন তার থাকা নয়,
অনুপস্থিতিও তেমন না-থাকা নয়।
সাথে যে থাকে, থাকে সে-ও তার কাছে।
তুমি আছ তার সর্বত্রই, সংস্পর্শ তাই কোনো বিষয় নয়!
থাকতে থাকে না, রাখতে রাখে না
সে থাকে হয়ে তোমার,
না থেকেও তুমি হয়ে থাক যার।
না পেয়েও মনের মতো
পেয়ে যায় সে যাকে,
আত্মার আত্মা সে যে তার—
অন্তরাত্মায় মিশে,
অন্য রকমভাবে আছে।