কিছুতে নেই,আছেতে আছে
অন্যত্র সরে গেলে;থাকে না কাছে।
যখন সে থাকে;পরিপূর্ণ তখন,
অন্যথায়- বিরহ
অতৃপ্ত;অপূর্ণ মন।
অপূর্ণ শব্দটিতে যেমন রয়েছে "পূর্ণ",
তুমিহীন শব্দেও-"তুমি",
তুমিময় সবখানে তুমি;তুমি বিহনে,
নিঃসীম শুন্যতায়;নিরব উপস্থিতি,
পূর্নাঙ্গ- অনুপস্থিতিতে।