নক্ষত্র-নদীতে ভাসমান- বজরা
আবছায়া- ঝুলছে- জোছনার ঝালর,
অজানা- সুখী- দম্পতির বাসর।

ক্ষণে ক্ষণে জ্বলে ওঠে-
আতশবাজি- বিজলীর,
অপেক্ষার কালো পাহাড়;
হাতে- পুষ্পশর।

অমাবস্যা ঘনিয়েছে,
আঁধার- সমুদ্র।
নিভে গেছে আকাশ-প্রদীপ,
আলোর বিকল্প।

সূর্যও ডুবে গেছে-
অনাবশ্যক,
পৃথিবী আলোকিত-
একক চাঁদের আলোয়।