একক শপথের মিথ্যে বাণী আওড়ানো ঠোঁট,
পড়ছিলো এক জোড়া ড্যাবড্যাবে চোখ।
সবাই বলছিলো- "মুখস্থ করে নে!
ভেরি ইম্পর্ট্যান্ট!"
পরীক্ষার ওই বিশেষ প্রশ্নটাতেই ছিলো ভুল,
তাই উত্তর সঠিক লিখেও
মার্কস কম পাওয়ার দুর্ভাগ্য জমা হলো- উত্তরপত্রে।
যে কৃষ্ণগহ্বরে অবগাহনের আকর্ষণে;
কৃষ্ণের বাঁশিতে ধরার কথা ধুন,
সেই গহবর যখন কৃষ্ণের নিজ দেহেই টইটম্বুর;
আর সেই বিকৃত গহবরে যখন বাঁশির সুরের সাথে
মিশে যায়- কিছু ব্যর্থ সুরকারের সুর,
মেধাবী ছাত্রীর চোখ জলে ভরে ওঠে হতাশায়!
আশা নেই আর পাশ মার্কস পাবার।
পুড়ে যায়- মন ও মগজ!