তোমার অশ্রুধারা- হতে পারে-বিফল,
জলের দাগও শুকিয়ে যায়!
আপতিত আলো-স্রষ্টার করুণা,
অশ্রুবিন্দু গুলো রূপান্তরিত হীরক কনা-মর্যাদায়।
যার জন্য কেঁদেছিলে,
পৌঁছে কি নাই তার হৃদয় রাজ্যে?
বুঝতে কি পারে নাই,যেমনটি তা'কে
বুঝাতে চেয়েছিলে?
তোমার কি যেতে হয়েছিলো- সশরীরে?
স্রষ্টা ছাড়া আর কে-ই-বা এমন-
অভিভাবক,মন নিয়ন্ত্রক?
না জানালেও জানেন যিনি সবই,সবার অজান্তে।
না দেখেও দেখা যায় যা
না শুনেও যায় যা'কে বুঝা,
অস্পর্শেও পাওয়া যায়- যা- না পেয়ে;
যেভাবে- অনুভবে,
জাগতিক কোন সূত্রে,
কোন উপাত্তে তা'কে বলো ফেলবে?