তোমাকে ভুলে থাকি-
মৃত্যুকে মনে রেখে,
কাগজের পাখি উড়াই-
স্মৃতি থেকে দূরে থেকে।
বাগানে ফুল ফোটাই-
বিষাদ সরিয়ে দিতে,
মধুক্ষন বলে ডাকি-
শ্রাবণ সন্ধ্যাকে।
তোমাকে ভালোবেসে,
ভালোবাসতে শিখি-
বিরহকে,
যাতনাকে,
অশ্রুকে,
শূন্যতাকে,
ঘোরঅমাবস্যাকে, আর-
তমসারণ্যে তিমিরভেদী-
অনন্য আলোকে।