কখনো কখনো কোন কোন কবিতা পড়তেই
নেপথ্যে বাজতে থাকে গান- নীরবে।
নিঃশব্দে বাজে যেই সুর,তা'কে
গান বলা যায় কিভাবে?
তাল,বাদ্যযন্ত্র,সুরবিহীন-
এ কেমন সংগীত শুনি,না শুনে?
বাজতে থাকে,বাজতেই থাকে-
অন্তঃকরণে!

জাগতিক ভোগ আর সুখ হরিণের পিছে-
গোল্লা ছুট খেলতে খেলতে,স্কুল সহপাঠী-
     নেইলী কে দৌড়ে হারিয়ে দিতে চেয়ে
                     চুরি করে দম নেয়ার মতো-
চুরি করা কোন সে সুখ জমিয়ে- লোকে বাঁচে?
দেয়ালে লটকে থাকে বেচারা- হরিণের চামড়া,
শিকারী মাংসাশী বেশ!তাই বুঝিয়ে দেয়া।