নদী বহতা হলে-
জড়াতে পারে না- শ্যাওলা।
অতীত,স্মৃতি,জড়তা-
বিচলিত করে না!
পাড় ভাংগার শব্দ,
ডুবসাঁতারে চলতে থাকা-
আনাড়ি সাতারুর বিহবলতা,
বৈঠার মোচড়;মুড়কি-
     ক্যাচাত ক্যাচাত;
কিছুই শোনা যায় না!

ঢেউয়ের পর ঢেউ এসে বলে যায়-
আমি তোমার সখী- সরসতা,
আমি সজল- নতুন ঢেউ বন্ধু!
নদী হাসে- হি--হি!
শামুক রেগে গিয়ে আঁচড়ে দেয় থামতে,
রক্তারক্তি যন্ত্রণা!নদী তবুও থামে না।

ভাবনায় দোলা- - -
টইটম্বুর জলের ছন্দ
অন্যরকম খেলা,
ঢেউয়ে ঢেউয়ে আপন মনে
নিজে নিজে কথা বলা।

যেন খালি কলসে মুখ লাগিয়ে শব্দ তুলে
ফিরে পাওয়া সু মধুর কথার প্রতিধ্বনি!
একা নয় কেউ-ই,
পরম সাথী-
নিজের ভেতরেই।