সরল নদীর গতি,আনমনে চলে সে
এ কূল থেকে ও-কূলে গিয়ে মেশে,
আপন করে নেয়;শত্রু মিত্র নির্বিশেষে
না ভেবে- কে সত্য; কে খেলুড়ে বা মিথ্যে,
জলো নারী ছলনা জানে না!

যদি উত্তাপ দাও,তবে সে টগবগে
পুড়িয়ে দিলে,ভস্ম;উষ্মাবেগে,
তপ্ত জলানু যদি আরো ভাংগো উত্তাপে
তবে সে উদ্বায়ী, বিলীয়মান বাষ্পে

ভালো বাসলে, সে তোমার প্রেমিকা
সরে গেলে- বিরহিণী,
তুমি প্রতারক, তাই সে প্রবঞ্চক
নারীকে মনে হয়- ছলনাময়ী