দয়ার বিনিময়ে জোটে যার- শূন্যতা,
শূন্যতা দেয়- গভীরতা বুঝবার- উদার আকাশ,
সে আকাশে নিশ্চিত মেলে-উড়বার স্বাধীনতা!
একবার উড়তে শিখে গেলেই-
জানা যায়-নিজের বড়ত্ব!
সেই শ্রেষ্ঠত্বে পরিষ্কার বুঝা যায়-
অন্যের নীচতা।
উঁচুতে উঠে নীচে তাকালে দেখা যায়-
বাকি সবাই কতো ছোট!
আর কতো ক্ষুদ্রতা নিয়ে যাতনায় রেখেছে-
জাগতিক বিষয়গুলো।
Your kindness will give you emptiness in return,
And emptiness will make your own sky to fly.
Once you learn to fly,
You can see everything so smaller than you!
by staying High.