পুরনো এক সুহৃদ মারফত জানা হলো,
হাঁটার ভঙ্গিমাটা না-কি পাল্টেছে।
ভংগিমাটি যদি সত্যিই নজর কাড়া-
ময়ূরী ময়ূরী ঢংয়ে,
তবে সে বলেনি কেনো তখন,
পাল্টে যাওয়ার আগে?
বদলে যাবার আগে,
জানতে চায়নি কেনো কুশল,
পাশাপাশি হেঁটে?
ছুঁয়ে দেখতে জাগেনি বুঝি কৌতূহল?
কেনো আর এখন তবে?
অনেক কিছু বদলে যাওয়ার মতো
হাটাটিও বদলে যাক না হয়-
মন্থর গতি থেকে দ্রুত,
হারিয়ে যাক;দু'বিনুনি দুলনো কৈশোর,
চুল মন হয়ে যাক ক্ষিপ্র,
এলোমেলো,অবিন্যস্ত।
সাময়িক সব কিছুই।
পেলে পাওয়া চাই- চাহিবা মাত্রই।
সময়ের সাথে সাথে;সব সয়ে যায়!
সয়ে যেতে গিয়ে;অকালে মরে যায়,
পাশাপাশি হেঁটে চলবার-
দূর্ণিবার ইচ্ছেটুকুও।