তুমি ছিলে সেদিনও -
আজও আছো,
রয়ে যাবে এ জীবনের শেষে ;
না পাওয়ার ব্যাথায় ভুলেছিলাম শুধু -
তবু রয়ে গেলে প্রথম স্পন্দনের মতো।
জানা অজানার মাঝে দাঁড়িয়ে আছি আমি -
কল্পনায় বেঁধেছি আমার ঘর,
প্রতিদিন যত্ন করে সাজিয়ে রাখি তোমায় -
যদি চলে আসো কোনদিন ভুল করে,
পথ ভুলে বাস্তবে আমার।
ভেঙে যাওয়া স্বপ্ন ঠিক ভাঙা আয়নার মতো -
তবু মনে উঁকি মারে,
আনাগোনা করে ;
তুমি শুধুই আমার রাত জাগা আকাঙ্ক্ষা -
পরীদের মতো ডানা মেলে উড়ে যাওয়া গল্পের শেষাংস ।।