সেদিন যাবে বলে তাকাওনি একটি বারও ফিরে,
আজ আবার এলে -
একি সত্যি আসা?
নাকি ব্যাথার উপর প্রলেপ তোমার?
যেমন গর্জন করে মেঘ ঝলকানি আসে বিদ্যুতের -
তবু দেখা মেলে না বৃষ্টির,
সে যে থাকে শুধুই অপেক্ষমান হয়ে।
যতোটা চিনতাম তোমায় -
আজ ততোটাই অচেনা তুমি,
মনের মায়াজালে যে ভাবে দেখেছিলাম তোমায় -
বাস্তবে ঠিক পুরোটাই বড্ড বেশী মেকি তুমি,
সাহসের অভাব, নাকি ভয়ের বাধা !
মাঝে শুধু রয়ে গেলাম আমি -
একলা পথের যাত্রী সেজে।
নাটকেরও পালা ভাঙে,
শেষ ঘন্টা জানান দেয় -
এদিনের মতো বিশ্রাম আজ সবার ;
কিন্তু আমার জীবনে নেই কোন শেষ ঘন্টা,
বয়স আজ ক্রমবর্দ্ধমান -
তার সাথে জীবন্ত তুমি,
এতো আঘাতেও পারল না কেউ ফেরাতে -
সে যে তুমি !
তোমাকে আজও জানি আমি ।।