অভিমানী রাধা আজও বসে যমুনার তীরে -
শ্যাম বিনা সে যে একাকী, বিরহিনী সাধিকা,
তাঁরই চরণে সঁপেছে সে তার প্রাণ,
বেঁধেছে ঘর শ্যামের সাথে মনের আঙিনায় মনোময়।
ঠিক এভাবে আজও প্রেম আছে বেঁচে -
ফিরে আসে বারেবার আরেকটি রাধা হয়ে ;
হাসে সবাই, পাগল বলে তাকে -
কিন্তু সে নির্লিপ্ত থাকে প্রেমেরই সুধাতে।
প্রেম, তুমি কি শুধুই ত্যাগের প্রতীক?
না কি আনন্দে বিভোর থাকা -
দীপ্ত হয়ে জ্বলতে থাকা বিশ্বাসের প্রতিছ্ছবি?
প্রশ্ন যা আজও অধরা সাজে সজ্জিত থাকে সবারই মাঝে।
দুর্বার গতিতে সে যায় ছুটে -
বাঁধ মানে না কোন যুক্তির কাছে,
পড়ে থাকে সব একদিকে।
যেতে যে হবেই তাকে,
মনের তৃষ্ণা মেটায় যে সুর -
জাগায় সারা রাত,
আশায় কাঁদে মন -
পাব কি দেখা তার ?