উড়তে চাওয়ার আকাঙ্ক্ষায় -
বারবার আছড়ে পড়ে সে,
দুর্ভেদ্য নিশানা ছিল যার একদিন -
আজ সে দিশাহীন মরূভূমির পথযাত্রী।
কুঁড়ি থেকে ফুলের আকার -
মাধুর্য্যের গাঢ় রঙ তবু লিপ্ত হতে বসেছে,
সৌন্দর্য্য মূর্ছা গেছে তার -
ঝরা পাতার মতো শুষ্ক লাগে তার প্রাণ ;
বোঝাতে চাই তাকে -
সৌন্দর্য্য সে তো সদা আছে তারই আত্মার সাথে -
বিলীন হয় না তা কোনদিনই,
যদি না আমরা হারিয়ে ফেলি সততার সাথী।
তবু মন কেন কাঁদে তার ?
আর্তনাদে লুটিয়ে পড়ে ধরার মাঝে -
যে ব্যাথা যায় না দেখা সবার মাঝে,
প্রতিনিয়ত জ্বলতে থাকে সে তারই সাথে।
অপমানে অবিশ্বাসে নিপীড়িত হতে থাকে -
তবু জ্বালতে হয় আলো হাজার অন্ধকারের রাতে ;
সে যে বিশ্বাসের -
আরেকটি নতুন দিনের আশায় আজও বুক বাঁধে,
নতুন প্রাণের আলো যদি সে আসে নিয়ে ।।