ভালবাসা এক মরীচিকা ;
এতে লুকিয়ে আছে শত ব্যাথা,
তবুও বারবার করে যায় এই ভুল -
মন শিখেও শেখে না কিছুই।
সব পথ যখন যায় হারিয়ে,
বন্ধ হয়ে যায় খোলা দরজাগুলো -
জীবন দেয় না আর কোন সুযোগ,
মন বেছে নেয় যার চাহিদা সে করেনি কোনদিনও।
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে যাকে খুঁজি -
আজও সে যে বাতাসে মিশে আছে ?
নাকি গাছের পাতায় জড়িয়ে আছে ?
আর ডাক দিয়ে যায় কোন এক গোপন অগোচরে।
ব্যাথায় কাঁদে মন -
ভেঙে যায় সব স্বপ্ন,
বেঁচে থাকে নিত্যদিনের বাঁচার লড়াই ;
জীবন যুদ্ধে হারিয়ে যাওয়া আর্তনাদে -
রয়ে যায় ভালবাসা নামের প্রতিছ্ছবি শুধু ।।