কিছু ব্যাথা, কিছু মুহূর্ত -
কিছু ফেলে আসা রঙীন দিনগুলো,
তোমার সাথে কাটানো জীবনের এক অধ্যায় -
হয়তো ভালবাসার আরেক নাম অজানা দূরত্ব।
মিষ্টি হাসির সাথে ছোট্ট টোল পড়া তোমার গাল -
হাল্কা হাতের পরশে ফিরে দেখা বারেবার,
কিছু বলতে চাওয়া, কিছুটা না বোঝা,
একটা দীর্ঘশ্বাস যা আজও শুনতে পাই আমি ;
সে কি তোমার ডাক ?
চেনা রাস্তা ছেড়ে আমি যে আজ অনেক দূরে,
তবু কেন চলে যাছ্ছি আমি সেই পুরোনো সেতারের টানে -
আজও কি তারগুলো নিঃশ্বব্দে বেজে গেল ?
তোমায় ভুলতে পারা হয়তো ছিল পরিণত প্রেমকে খোঁজা,
তুমি ছিলে ভীষণ ছেলেমানুষ, আর আমি -
কি যে চাইতাম বা আজও কি চাই,
এখনও অধরা নিজের কাছে ;
আজও খুঁজে বেড়াই আমার আমিকে ।
জীবন বয়ে চলল নিজের চেনা পরিধির মধ্যে,
সুখ-দুঃখে গড়া দুজনের দুটি আলাদা সংসার -
বেশ ভালই ছিলাম,
আচমকা বিদ্যুতের ঝলকানি ;
এখন তো সময় নয় !
কোন অচেনা আলো জ্বলে উঠল আমার ফোনে ;
জেগে দেখি -
এ তো আমার ভীষণই চেনা,
ফেলে আসা সেতারের এক তার !
নিমেষে চারিদিকে অন্ধকারটা আরও জোরালো লাগল।
দুষ্টু-মিষ্টি হাসির মাঝে -
চেনা চেহারাটা খুঁজে পেতে একটু কষ্ট হল ;
এভাবে নাই বা দেখাতে আমায় -
জীবনটা কি সত্যিই এতোটা কঠিন ?
প্রশ্ন অনেক, উত্তর দেবার আজ আর কেউ নেই -
যেখানেই থাকো , ভাল থেকো ;
আবার ফিরে এসো অন্য কোন রূপে,
আবার হবে দেখা আমাদের।
শুধু এটুকু মনে রেখো -
তুমি ছিলে খুবই ভাল ;
হয়তো আমারই ছিল ভুল,
বন্ধু তুমি আমার আজও -
পারলে আমায় ক্ষমা করো।