তোমায় আজ বড্ড ছুঁতে চাইছে মন,
ইছ্ছেনদীর স্রোতে গা ভাসিয়ে ভেসে যদি যাই -
তুমি কি সরিয়ে দেবে ?
আমায় পারবে না দিতে একটু অধিকার ?
বাতাস যেমন ছুঁয়ে যাছ্ছে আমায় -
আছাড় খাওয়া পাড়ের ঢেউয়ে -
ভিজিয়ে দিছ্ছে সবার মুহূর্ত,
তেমনি তুমিও আজ বড্ড কাছে আমার ;
না পাওয়ার মাঝেও শুধু তুমি,
আর যে আসে না কেউ এই একান্তে -
পারে না তোমার মতো শিহরণ জাগাতে,
সাজাতে আবার নতুন করে বসন্ত।
কল্পনাতে থেকে যাবে শুধু -
অপেক্ষা হবে চিরদিনের সাথী,
হাত বাড়ালেই যায় কি ছোঁওয়া চাঁদকে ?
সে যে শুধু আকাশেরই।
তেমনই তুমিও শুধু তারই ;
আপন করার সাধ কেন যে তবু বাজে ?
বৃথা প্রচেষ্টায় মন আজও নেচে ওঠে -
তুমি যে আছো আজও আমার মাঝে।