যুদ্ধ



যুদ্ধ শুরু
অন্ধকার থাকতে
এ, ও, সে
কত শত
তাদের
সাথে যুদ্ধ চলেছে
বিরাম নেই
যুদ্ধ করতে করতে যেটুকু সময় পায়
সেটা শুধু ঘাম মোছার
যুদ্ধ চলে
কেউ দাঁড়িয়ে দেখে
কেউ ভয়ে ঘরেই থাকে
কেউ আবার যুদ্ধে সামিল না হতে পেরে কাঁদে
তবুও হার মেনে নেওয়া নয়
যুদ্ধ চলে।