ও ভ্রমর রে,
ও ভ্রমর রে
দিবানিশি শ্যাম রে ছাইড়া থাকা দায় হইলো
তারে গিয়া বলিস পরান যে হায় জ্বলিল
অশ্রুমালা গলে পড়িয়া মুই
দুঃখ পাটিতে বসিয়া পথ চাহিয়া রই
ও ভ্রমর রে,
তারে গিয়া জিগায় আসিস
কবে ময়ূরী নৃত্যে ভাসিবে
কবে দোলনার হাসি খেলিবে
কবে আবার তার লীলায় হৃদয় কাঁপিবে
ও ভ্রমর রে,
সরল মন কেন পাষান হইলো
দিবানিশি শ্যাম রে ছাইড়া থাকা দায় হইলো।