সন্তানরা এখন আর
মা - বাবার কথায় চলে না
চলে অন্যের ভাবভঙ্গি শিখে।

মানুষও এখন আর
নিজের জন্য বাঁচে না
বাঁচে অন্যের ভাবভঙ্গি শিখে।

ভাবভঙ্গিমা সঠিক হলে
সমাজও সঠিক পথে চলবে।