তুই ও তুমি
কল্পনাতে তোমাকে নিয়ে সঙ্গে
ভেসে বেড়ায়,
বাস্তবতায় হাত ধরে
ঘুরে বেড়ায়,
কত কাল ধরে দুয়ারে বসে
তোর আসার আশায়
হঠাৎ অপেক্ষার অবসান,
এখন যতো কাছে আসি তোর
তত দূরে সরে যায় তোমার।
সমাপ্ত