যেদিকে চায়
হায়,
তুমি নাই
মন খোঁজে
এই, ওই নাকি সে
          তুমি যে,
হৃদয় মানে নাকো কোনো বাঁধ
মনে দি আশ্বাস
চোখের জল তবুও পায় না বিশ্বাস।


কত সুমধুর তোমাকে খোঁজার স্বাদ।