সূর্য্য আকাশে উঠে
বলে "উঠো গো সবাই
আমি তো সেই
ভোর থেকেই উঠছি
আর প্রতিদিন উঠবো
একই জায়গা থেকে
ছুঁতে কোনোদিন
পারবে না আমাকে
প্রতিদিন ধাপপা আমিই দেবো।"


"মা জানালাটা বন্ধ করে দাও তো
হালকা হালকা রোদ আসছে
সকাল হলে উঠবো। "