"আমরা কি কাউকে ভালোবাসি না?
প্রিয় কবি
আমাদের নিয়েও কিছু লিখুন!"
"হুমম, লিখব
আজ আমি আপনাদের নিয়ে লিখবো। "

চৌকাঠের ভিতরে নারীর কাজ
আর
চৌকাঠের বাহিরে নরর ,
কি করে ভূলে যায়
নারী - নর আলাদা হলেও
নাম তো মানুষ
নররা আছে বলেই নারী বাঁচে
আর
নারীরা আছে বলেই নর বাঁচে
এক কথায় নর - নারী ছাড়া
পৃথিবী অসম্পূর্ণ
বা
পৃথিবী অসম্পূর্ণা
নয়,


পৃথিবী সম্পূর্ণ নয়।