মেঘ বলে, "প্রতিরাত
তোকে ভিজতে হবে
এমন কি দিনেও,
আমার ইচ্ছে মতো
তুই নিজেকে
আমার কাছে
সমর্পণ করবি"
মৃত্তিকাকে।