সেই তোমারই


গেলে যাইয়ো হাত খান ছাইড়া,
প্রাণ লইয়া ।
জানো কি, মন তো আজও তোমারই
ডিভোর্স হয় না ।।