সেদিনও চৈত্র পড়ে নি








পেরেক বাজিয়ে বেড়ায়
জুসের বোতল সারি সারি খুঁজে মরে
আলতো পাখনা ময়ূরের যেদিন
চাবি খোলা বালিশের
ছাদনা তলা পায়
কালো খাওয়া দা
সুইচ চাপলে ভেতরে শখের ছাই
সোনা গল্পে গল্পে
অদ্ভুতরা সাদাটে ড্রেন ড্রোন

আঁকলুম

মেঘ তোলা ডাক ভুলে তরে
আপন জালের ঘুম পাড়ে
আদরী ছাপানো কি যায়?

সে কোন্‌ খানে তেজে লাফায়!