মেঘলা আকাশ
ভেজা মাটির সুগন্ধ
উজ্জ্বল পাতা
বিশুদ্ধ বায়ু
নির্মল মন
তল্লাশি ভুবনে
সুন্দর ঝলমল
প্রভাত
নাই রবি

পৃথিবী ছলনাময়ী।


মেঘলা নেই আকাশ
শুকনো মাটি
উড়ে ধুলো
পাতা নেই সবুজ আর
বিশুদ্ধ মাতাল পবন
নির্মল মন
কড়া নাড়ে রোদ
সুন্দর গগনে
বলে আসছি আমি
রবি

পৃথিবী ছলনাময়ী।