ঋণ
চোখ দিয়ে ঝড়ো তুমি
নাকের নিশ্বাস প্রশ্বাসে তুমি
আমি তোমায় ভালবাসি,
কপালে তুমি
কানে আসে শুধু তোমার কথা ভাসি
তোমায় ভালবাসি,
তোমায় প্রথম দেখার পরে
ঠোঁটে আসে আলতো হাসি
তোমায় ভালবাসি,
কারিয়া লইয়া অন্তর
সবাই হইলো পর
তবুও তোমায় ভালবাসি,
জানি তুমিও হবে পর একদিন
কি করে মেটাবো তোমার সবার ঋণ!
সমাপ্ত