পিছন থেকে হঠাৎ এসে চোখ জড়িয়ে ধরলো
আমি বললাম, প্রিয়া সামনে এসো
প্রিয়া গোমরামুখো হয়ে সামনে আসলো
বুঝলাম ওর নামটা বলায়, মুখ বাংলার পাঁচ
ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করলাম
প্রিয়ার মুখে রোদের ঝলকানি খুব সুন্দর লাগছে
তূলনাহীন.......
চাঁদের আলোয় কত - শত বার দেখা করেছি ওর মুখটা সত্যিই
তূলনাহীন.......
এখনও চোখ খুললে দেখি.......
তূলনাহীন.....
আর এখন চোখ বন্ধ করলে প্রিয়াকে দেখি.....
রাত ঘনিয়ে এসেছে লন্ঠনের আলোটা বড়ো করে দিয়ে হাতে কলম নিয়ে শেষ লাইনটা লিখতে গিয়ে দেখি লেখা........
তূলনাহীন.....