এখন আমি কিছু দেখতে পাচ্ছি না!
কোথায় আছি বুঝতে পারছি না!
কে আমি?
এখন আমি হালকা হালকা দেখতে পাচ্ছি
বুঝতে পারছি খানিকটা
মানুষ আমি।
আমার পরিচয়
বর্তমানে পৃথিবীর একটি প্রাণী
যার নাম মানুষ,
বাবার নাম রনবীর চৌধুরী
মায়ের নাম তিসা চৌধুরী
আমার নাম সানি
বাড়ি গোপালপুরের পালপাড়াতে
পোষ্ট অফিস গোপাল পুর
থানা মানকাটা
আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
আমরা মানুষ এটাই পরিচয়
অন্য কিছু নয়।