পোড়া



বরফ পুড়ে
জল টুকু বের হয়
পুড়তে দেখা যায় না।

হৃদয় পুড়ে
অনুভূতি গুলো বের হয়
পুড়তে দেখা যায় না।



            সমাপ্ত