পেখমি রোদ







আলোর পাখার নেশায়
বাতাস মেখে দিন যায়
স্তব্ধ ভালোলাগার কাজল
অথৈ ছল
স্নানের কপাল বৃষ্টিতে
দল ছায়ারা আগামীতে
ভালোবাসার চমকানির সোহাগ
উলু বনে ফাগ
জৌলুস ভরা কাতরে
শোক ছড়ায়ে বাহারে ।