কে বলে তুমি বিষধর?
তুমি শুধু একজন পাপী
সবাই নাকি জানি না
তবে কেউ কিছুটা কম কিছুটা বেশি,

তুমি আমাকে ভালোবেসে পাপী
আর আমি তোমাকে ভালোবেসে পাপী
                                 হয়েছি।