ওড়া



যা মনে আসে তাই
           লিখে যায়
আকাশে
        উড়তে শিখলে
আর কি নিচে
         থাকতে মন চাই
মন শুধু বলে চল
          আরও উপরে চল
উপরে উড়তে থাকি
           দুডানা মেলে
কি করে আর
           নিজেকে করি রক্ষা
হঠাৎ প্লেনের সাথে
               খেলাম যে ধাক্কা।



              সমাপ্ত