একদিন হঠাৎ দেখা ওর সাথে
ও দাঁড়িয়ে বাসস্ট্যান্ড এ
আর আমি অফিস থেকে বাড়িতে যাচ্ছি
প্রথমে দূরে থেকে ওতটা চিনতে পারি নি
একটু হাঁটতে হাঁটতে কাছে যেতে চিনতে পারলাম
কত বদলে গেছে ও
বিয়ের তিন বছরের মধ্যে,
ওর সাথে কথাবার্তা হলো।
এক দিন বলেছিলো
'আমি তোকে ভালোবাসি।'
কিন্তু ও এটা জানতো না যে
আমার মন অন্যের কাছে সমর্পিত
হয়ে গেছে।
আজ হঠাৎ দেখার কথোপকথনে বুঝলাম
ও এখনও আমাকে ভালোবাসে।
কিভাবে যে বুঝলাম কেজানে!