আজ নদীতে প্রথমবার মাছ ধরতে এসেছি
আমার দামি মাছ চাই না
খারাপ মাছ চাই না
ভালো মাছও চাই না
আমি এক বার শুধু মাছ কে ধরে
তার সাথে কথা বলে
ছেড়ে দেবো
তাকে বন্দি করতে চাই না।