জল কাঁদে
কখনো জোরে
কখনো আস্তে,
      
মাটি হাসে
নিঃশব্দে।