প্রথম মিলনের রাত কেমন হবে তার গল্প তোমাদের বলবো
আমি বউ সেজে খাটের ওপরে বসে থাকবো
খোলা আকাশের নীচে সাজানো খাট থাকবে
একটু ভাবনা, একটু ভয়, একটু খুশি মনে থাকবে
আকাশের চাঁদ তার সব জোছনা সেই খাটে ফেলবে
চারিদিকের ফুল তার সুগন্ধ ছড়াবে
দুজনে মিলে দুলবো সাজানো ফুলের দোলনায়
পায়ের নীচের সুন্দর জলের শব্দ বাতাসে মিলাবে
রাতভর গল্প করবো হাতে হাত রেখে
চাঁদের দিকে তাকিয়ে।

" তোর আকাশের দিকে তাকানো শেষ হয়েছে
এবার এই ঘুমের ওষুধটা খেয়ে নে ।

কবে যে মেয়েটার প্রথম রাতেই স্বামীকে হারানোর শোক ফুরাবে কে জানে!
হে......"