সন্তান : জীবন কি, মা?
         আমরা যে প্রতিক্ষণ নিজের সাথে
         বেঁচে থাকার জন্য
         লড়াই করে বেড়ায় এটাই কি
         জীবন?
         তাহলে মরণ কাকে বলে মা?
         কি হল চুপ করে আছো যে।
         বলো।

বাবা : কি রে, আবার তোর মা- এর
        ছবির সামনে দাঁড়িয়ে
        কি কথা বলছিস?
        


               সমাপ্ত