তুই একবার তাকালে গাছে নয়
আমার হৃদয়ে তোর নামের ফুল ফুটে যাবে।
কবিতা!
সে আবার কি?
কিছু এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ন
করলেই বুঝি
কবিতা হয়ে যায়।
তাহলে আমি যে এতক্ষণ বকবক
করলাম সেটাও কি কবিতা?
এই যে এই কথাটা বললাম মানে.......
মানে....... মানে ধর........
কিভাবে বোঝাবো যে.....
'আমার নাম সোনালী পাল'
এই বাক্য টা বললাম যে
এটাও কি কবিতার মধ্যে পড়ে?
এক্ষুনি এক্ষুনি কথাটা যে বলছি তোকে
সেটাও তো অর্থপূর্ন
তাহলে এগুলো কি কবিতার মধ্যে পড়ে না?
আমরা কথা বলা
শেখার কিছু কাল পর
যখন সম্পূর্ণভাবে ঠিক মতো
সবাই কে অর্থপূর্ন কথা বলতে পারি
বা বলি
তাহলে সেগুলো কি কবিতা নয়?
অথবা
যারা অর্থপূর্ন কথা বলে
তারা কি কবি নয়?