কবিতা
কবিতা : কি হল? লিখ আমাকে নিয়ে
কবিতা।
আমি : হুমম, চেষ্টা করছি।
কবিতা : চেষ্টা মানে! আমি তো তোমার মনে
এসে গেছি, এবার তোমার দায়িত্ব,
আমাকে বুঝে ঘষে মেজে ধুয়ে
নিয়ে সাজিয়ে তুলে ধরা পাঠকদের
কাছে।
আমি : হুমম, এক্ষুনি করছি।
সমাপ্ত