ক ল ম ও
এক ঝড়
তারপর
অট্টালিকা শুধু ঝুপড়ি হয়ে নয়
গাঁদা ক্ষেত হয়েও
ব্যাগ থেকে খানিক হালকা
আর কটা ভারি বই উঁকি দিচ্ছে
ধাত্, সব ফালতু
আসলে পুতুল নাকি আবহাওয়া
এটি শুধুই বাঁশির সুর
এবং তুলো
ধূলো ধূলো ধূলো/
আবীর
অসিদ্ধান্ত কবি মিথ্যে মোবাইল চোট